>কলকাতা ভ্রমণ< অপরিকল্পিত যাত্রার সূচনা > (দ্বিতীয় পর্ব)

মূলত স্বচক্ষে দারুল উলূম দেওবন্দ দর্শন –এর ইচ্ছাকে সামনে রেখে ভারত ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। ১৮ জানুয়ারি ২০১৬, ৭ রবিউস সানি সোমবার দিবসে ভিসা প্রাপ্তির পর হিসেব করে দেখলাম, শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে ভিসার মেয়াদ সমাপ্ত হবে। অতএব পড়ালেখার ব্যস্ততা ও অন্যান্য বিষয় চিন্তা করে পবিত্র রমযানে দেওবন্দ ভ্রমণের নিয়ত করে পাসপোর্ট রেখে দিলাম……….
১ মার্চ ২০১৬ মঙ্গলবার ২য় সাময়িক পরীক্ষা শেষ হলো। ১০ দিনের ছুটি। যেকোনো ছুটিতে আমার কিছু কাজের পরিকল্পনা থাকে। এবারও মোটামুটি পরিকল্পনা করে নিয়ে কাজ শুরু করবো ভাবছি, এমন সময় কলকাতা ভ্রমণের সুযোগ সামনে আসলো। ২ মার্চ বুধবার সন্ধ্যায় ঘনিষ্ঠ ২/৩ জনের কথায় আকস্মিক ঠিক করলাম যে, ৩ মার্চ বৃহস্পতিবার কলকাতার পথে সিলেট থেকে যাত্রা করবো।
সাধারণত আমি একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে ভ্রমণ করতে পছন্দ করি। এবার যেহেতু তড়িঘড়ি করে সফর; তাই কাউকে না জানানোর সিদ্ধান্ত নিলাম। যাত্রার সিদ্ধান্ত ভ্রমণসঙ্গীকে জানিয়ে দিতেই বুধবার সন্ধ্যায় তিনি গ্রীন লাইন পরিবহণের(১) টিকিট কেটে নিলেন। সময়সূচী ছিলো, বৃহস্পতিবার দুপুর ০১ ঘটিকায় সিলেট থেকে ঢাকা। রাত ১০:৩০ –এ রাজারবাগ গ্রীন লাইন কাউন্টার থেকে বেনাপোল। ইমিগ্রেশন শেষে পেট্রোপোল হতে কলকাতার পথে রওয়ানা। উল্লেখ্য যে, বাংলাদেশ সীমান্তকে বেনাপোল আর ভারতীয় সীমান্তকে পেট্রোপোল বলা হয়।
বৃহস্পতিবার দুপুর ০১ ঘটিকায় হুমায়ূন চত্বর থেকে গাড়ী ছাড়বে। বাসা থেকে বের হতেই ঘড়িতে ১২:৫০!!! তখনো এতকিছু আমি জানি না। ভেবেছি, মূল কাউন্টার থেকে ০১:৩০ এর দিকে গাড়ী ছাড়বে। সবকিছু জেনে ট্রেন মিস করার অভিজ্ঞতা স্মরণ হয়ে গেলো। তড়িঘড়ি করে গ্রীন লাইন সিলেট অফিসে ফোন দিয়ে বললাম, আমরা কদমতলী আসছি। একটু সময় যেন আমাদের অপেক্ষা করা হয়। তারা জানালো, সর্বোচ্চ ৫ মিনিট আমাদের অপেক্ষা করতে পারবে। এরমাঝে নাইওরপুল পয়েন্টে জ্যামে আটকে গেলাম। ওদিকে গ্রীন লাইন অফিস থেকে বারবার ফোন দিচ্ছে আর আমি ৫ মিনিট, ২ মিনিট করছি। যাই হোক, গাড়ী যেখানে দুপুর ০১ ঘটিকায় ছাড়ার কথা, সেখানে আমরা ০১:২২ এর দিকে গ্রীন লাইন অফিসে গেলাম। গাড়ী থেকে নেমে বাসে উঠতেই গাড়ী ছেড়ে দিলো। উফফফঃ! কি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি!!!
গাড়ী ছেড়ে দিতেই জানতে পারলাম, ডলার সাথে নেয়া হয়নি। যাক, ফোনে খুরশেদ ভাই ডলার –এর ব্যবস্থা করে দেবার আশ্বাস দিয়ে দুশ্চিন্তা দূর করলেন। গাড়ী ঢাকার পথে যতো এগুতে লাগলো, আমি চিন্তার জগতে হারিয়ে যেতে থাকলাম। ভাবতে লাগলাম, মাত্র ২৪ ঘণ্টা পূর্বেও ভাবিনি ভারত যাবো। অথচ এখন ভারতের পথে! কি অদ্ভুত! রকমারি চিন্তা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিলো। অনেকেই বলেছে, বর্ডার –এ বেশ হয়রানী করে। আমরা তো পাঞ্জাবী, টুপি, দাড়িওয়ালা। না জানি আমাদের সাথে কেমন আচরণ করে! অকারণে না ঝামেলায় ফেলে দেয়! সবকিছু ঠিকঠাক হবে তো! কাউকে বলে আসলাম না। জানতে পারলে সবাই কি ভাববেন! কলকাতায় কি দেখবো!
এসব ভাবতে ভাবতেই বিকেল ০৪ ঘটিকায় হোটেল রাজমনী আশুগঞ্জ(২) –এ পৌঁছে গেলাম। অল্পক্ষণ বিরতি শেষে ঢাকার পথে যাত্রা করে ০৭:১৫ –এর দিকে রাজারবাগ গ্রীন লাইন কাউন্টারে(৩) চলে আসলাম। কিছুক্ষণের ভিতর অত্যন্ত প্রিয় ২ ভাই আসলে যাত্রীদের বসার জন্য নির্ধারিত স্থানে(৪) বসে তাঁদের সাথে গল্প গুজব করতে লাগলাম। এখানে পরিচয় হলো কলকাতা-গামী যাত্রী সিমেন্ট কোম্পানিতে চাকুরীরত মোরশেদ ভাইয়ের সাথে। সবাই একসাথে এশার নামাজ আদায় ও খাওয়া দাওয়া করলাম। খুরশেদ ভাই ০৯:৩০ –এর দিকে ডলার পৌঁছে দিলেন। অতঃপর সবাইকে রাত ১০:০০ ঘটিকার দিকে বিদায় দিয়ে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য গাড়ির অপেক্ষায় বসে রইলাম। চলবে…….
========== ========== ========== ==========
ভ্রমণ পরামর্শ ২>>> এমনিতেই সফরকে ভিন্ন অর্থে মুশাক্বাত বা কষ্ট বলা হয়। তাই যথাসম্ভব আরামদায়ক ভ্রমণের জন্য বাড়তি সতর্কতা আবশ্যক। সবচেয়ে ভালো হয় (১)পরিকল্পনা গ্রহণের সময় ভ্রমণে কাজে আসবে এমন গুরুত্বপূর্ণ বস্তু সম্পর্কে কাগজে লিখে রাখা। যাতে শেষ মুহূর্তে কাগজে চোখ বুলিয়ে মিলিয়ে নেয়া যায় যে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। (২)যাত্রা শুরুর অন্তত ঘণ্টা-খানেক পূর্বে সবকিছু পুরোপুরি গুছিয়ে নেয়া। (৩)রাস্তার জ্যাম ও অন্যান্য বিপত্তির বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these